পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে ডুবলো শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে কৌশিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার খোলাহাটি ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৌশিক ওই গ্রামের কেশব সাহার ছেলে। সে পৌর শহরের শাহিন মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে কয়েকজন শিশুসহ কৌশিক সাহা বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। কৌশিক সাহা ফুটবলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর কৌশিকের মরদেহ উদ্ধার করেন।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুম হক্কানী পুকুরে ডুবে শিশু কৌশিকের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।