ককটেল বিস্ফোরণ

ভৈরবে পৌর বিএনপির সম্পাদকসহ ২৪ নেতাকর্মীর নামে মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ককটেল বিস্ফোরণের ঘটনায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদল সভাপতিসহ ৬৫ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাতে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে মামলাটি করেন।

মামলা সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর রাতে ভৈরব পৌরশহরের ঘোড়াকান্দা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে বিকট শব্দে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হয়। এ ঘটনায় পলাশ মোড় থেকে রাতেই ১৪ জনকে আটক করে পুলিশ।

তারা হলেন- ভৈরব শহরের উত্তর পাড়া এলাকার মৃত আলতু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৫), জেলার বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের মো. আলাউদ্দিন মিয়ার ছেলে মো. বশির আহম্মেদ (৩৫), একই উপজেলার খালেকের বান্ডা গ্রামের নাহফুজ আলীর ছেলে আবুল হাশেম (৪২), তেগরিয়া গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে মো. সুমন মিয়া (৩৭), চন্দ্র গ্রামের অতুল মিয়ার ছেলে মো. রুবেল মিয়া, খোলাহাটি গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০), পাথালিয়া কান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩০), উসমানপুর গ্রামের মোখলেছুর রহমান ভূইয়ার ছেলে মো. ফয়েজ আহম্মেদ মিঠু (৩৬), কটিয়াদী উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম (২৯), কুলিয়ারচর উত্তর নন্দরামপুর গ্রামের মৃত দারোগালী মিয়ার ছেলে মো. মোবারক হোসেন (৪০), কুনাপাড়া গ্রামের আ. হাই মিয়ার ছেলে মো. সেলিম হোসেন (৫৫), ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে নূরুল ইসলাম অপু (৪০), কিশোরগঞ্জ সদর থানা নওগা এলাকার আ. মালেকের ছেলে শফিকুল ইসলাম সুমন (৪১), সুনামগঞ্জ জেলার সেগুহাটি গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (২৮)।

ককটেল বিস্ফোরণের ঘটনায় ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও উপজেলা ছাত্রদল সভাপতি রেজুয়ান উল্লাহ এবং আটক ১৪ জনসহ ২৪ জনের নামে বিস্ফোরক আইনে মামলা হয়। এছাড়া অজ্ঞাত ৫০-৬৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- শহরের জগন্নাথপুর গ্রামের মৃত তাহেজ উদ্দিন তাক্কা মিয়ার ছেলে ফারুক মিয়া, লক্ষীপুর এলাকার মৃত ইবু মিয়ার ছেলে হানিফ মিয়া (৪৮), জগন্নাথপুর উত্তর পাড়া এলাকার মৃত বরজু রহমানের ছেলে ওবায়দুর রহমান লাদেন ইরফে পাপ্পু (৪০), শামসু মিয়ার ছেলে সুমন (২৮), কমলপুর আমলা পাড় এলাকার মিল্লাত মিয়ার ছেলে মুকিত ওরফে আব্দুল্লাহ (২৮), পলতাকান্দা এলাকার মজিবুর রহমানের ছেলে হিসাম রহমান (৩২), উপজেলা সোলাইমানপুর এলাকার শামু মিয়ার ছেলে মো. মিরাজ মিয়া (৪৭), ছাগাইয়া মোল্লাবাড়ী আঃ হেকিম মিয়ার ছেলে মতিউর রহমান (৪৮)।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জাগো নিউজকে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদে বাকি আসামিদের নাম জানা গেছে। তাদের ধরতে পুলিশ তৎপর আছে। বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে আটকদের কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজীবুল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।