২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনলেন ২০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৬ এএম, ৩১ অক্টোবর ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রির অপরাধে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভাউচার না রাখায় আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বসুরহাট বাজারের ওই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া।

আরও পড়ুন: বেশি দামে পেঁয়াজ-আলু বেচে জরিমানা গুনলেন ফেনীর দুই দোকানি

তিনি জাগো নিউজকে বলেন, সকালে অফিসে এসে ফেসবুকে দেখি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছেন ভোক্তারা। পরে বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পাই। ৮৫ টাকার পেঁয়াজ ১১০ টাকায় বিক্রির অপরাধে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি খবরে অভিযানে নামেন ইউএনও মো. মেজবা উল আলম ভুঁইয়া। পরে চার প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।