বিএনপি-জামায়াতে অবরোধ

চাপ নেই সড়কে, গণপরিবহন হাতে গোনা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথমদিনের কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে নেই যানবাহন-যাত্রীর চাপ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এবং শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই মহাসড়কে স্বল্প সংখ্যক গাড়ি থাকলেও যাত্রী সংখ্যা তুলনামূলক কম। এতে পরিবহন চালকরা নির্বিঘ্নে এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডে যেতে পারছেন।

আব্দুর রহমান নামের মনজিল বাসের এক চালক বলেন, অন্যান্য দিনের চেয়ে সহজেই সড়কে চলাচল করা যাচ্ছে। তবে যাত্রীর সংখ্যা কম থাকায় নির্দিষ্ট সময় পর পর বাস ছেড়ে যাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

শরীফুল ইসলাম নামের এক যাত্রী জানান, সকাল থেকে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হইনি। তবে কিছুটা আতঙ্ক কাজ করছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফুদ্দিন বলেন, সড়কে সার্বক্ষণিক আমরা কাজ করছি। বর্তমানে এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, যেকোনো নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত। যান চলাচল এবং মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আমরা কাজ করছি। সকাল থেকে সবাই নির্বিঘ্নে যার যার গন্তব্যস্থলে যেতে পারছে।


রাশেদুল ইসলাম রাজু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।