অবরোধ

রাঙ্গামাটি থেকে ছাড়েনি দূরপাল্লার বাস, নৌযান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:২৫ পিএম, ৩১ অক্টোবর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কেন্দ্র করে মঙ্গলবার (৩১ অক্টোবর) রাঙ্গামাটি থেকে দূরপাল্লার কোনো বাস ও ট্রাক ছেড়ে যায়নি। তবে পৌর শহরের একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল স্বাভাবিক। পাশাপাশি নৌযান চলাচলও স্বাভাকি আছে।

এদিকে কাজ না থাকায় কষ্টে দিন কাটাচ্ছেন বাস ও ট্রাকের শ্রমিকরা। আর্থিক সংকটে পড়েছেন তারা।

অপরদিকে অবরোধ কেন্দ্র করে শহরের কোথাও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি। তবে অবরোধে বিপক্ষে জেলার প্রবেশমুখ বেতবুনিয়া ও শহরের প্রবেশমুখ মানিকছড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন আছে। এছাড়া বিজিবি ও আনসার সদস্যদের শহরে টহল দিতে দেখা যায়।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জাগো নিউজকে বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। সব ধরনের যান চলাচল করছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। পুলিশ সর্তক অবস্থানে মাঠে আছে।

সাইফুল উদ্দীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।