সিরাজগঞ্জে ইলিশ ধরায় ২ জেলের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:২২ পিএম, ০১ নভেম্বর ২০২৩

সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরায় দুই জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ ধরায় তাদের তাদের এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সদর উপজেলার যমুনা নদীর অংশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রকিবুল হাসান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: নিষেধাজ্ঞায় মাছ ধরে ৮০ হাজার টাকা জরিমানা গুনলেন ১৬ জেলে

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরায় দুই জেলেকে আটকের পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নদী থেকে একটি আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়। অভিযানে জেলেদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ স্থানীয় মাদরাসা ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।

এম এ মালেক/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।