রাজবাড়ী
দূরপাল্লার বাস বন্ধ, স্বাভাবিক ট্রেন-নৌযান চলাচল
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধেও রাজবাড়ীতে স্বাভাবিক নিয়মেই চলছে প্রায় সবকিছু। দূরপাল্লার বাস বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরে চলছে যাত্রীবাহী লোকাল বাস। এছাড়া সড়কে ট্রাক, মাইক্রোবাস, মাহেন্দ্রা, অটোরিকশা চলাচল করছে উল্লেখ্য হারে। খোলা রয়েছে শহরের প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। স্বাভাবিক রয়েছে ট্রেন ও নৌযান চলাচল।
এদিকে সকাল থেকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর ও অবরোধের সমর্থনে বিক্ষোভ করার খবর পাওয়া যায়নি। শহরে দেখা যায়নি কোনো নেতাকর্মীর আনাগোনা। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় জেলার গুরুত্বপূর্ণস্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
জেলা শহরের বড়পুল মুরগি ফার্ম ও বাজার এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা। বাস মালিক সমিতির কার্যালয়ে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার খোলা থাকলেও চলছে না কোনো দুরপাল্লার বাস। তবে রাজবাড়ী-দৌলতদিয়া ঘাট-কুষ্টিয়া-ফরিদপুর-বালিয়াকান্দি রুটে চলাচল করছে লোকাল বাস।
আরও পড়ুন: জয়পুরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
অন্যদিকে রাজবাড়ী টু গোয়ালন্দ ঘাট ও পোরাদাহ রুটে ট্রেন চলাচল এবং পদ্মার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার জানান, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে যাচ্ছে ও আসছে।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন জানান, সব বাস চলাচল করছে। তবে যাত্রী নাই। যার কারণে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনটি টিপ ঢাকায় গেছে।
রুবেলুর রহমান/জেএস/এমএস