নাটোরে এমপি শিমুল সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০১ নভেম্বর ২০২৩

নাটোরে সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুল সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বড়হরিশপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

jagonews24

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম জানান, তিনি ও যুবলীগের জেলা সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়াসহ কিছু নেতাকর্মী বাস টার্মিনালে অবস্থান করছিলেন। এসময় নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রানা ও তার সঙ্গে কিছু নেতাকর্মী আসেন। এর কিছুক্ষণ পর রাশেদুল ইসলাম কোয়েল এবং সেলিমের নেতৃত্বে আরও কিছু নেতাকর্মী আসেন। এসময় রানা ও কোয়েলের মধ্যে কথা-কাটাকাটি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আশিক ও জাহিদ নামের দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

jagonews24

এ বিষয়ে এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। তবে রানা ও কোয়েলের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে। আমি জানতে পারার পরপরই উভয়কে শান্ত থাকতে বলি। বিষয়টি মীমাংসার জন্য জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

জানতে চাইলে নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।