শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন: পলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি v
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য রাজনীতি করেন। তিনি দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র ও মেহনতি মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে রহিমউদ্দিন আহমেদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। অসহায় মানুষের জন্য উন্নয়ন করছেন। এক সময় প্রতিবন্ধী শিশু কোনো পরিবারে জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। এখন সে সন্তান কারো বোঝা নয়। তারা বিভিন্ন সেক্টরে চাকরি করছেন। আগে এসব মানুষের কথা কেউ চিন্তা করেনি। আওয়ামী লীগ সরকার এসব অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী আমার এলাকার গৃহহীন দুই হাজার ৪০০ জনকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। সারাদেশে দুই কোটি মানুষকে ভাতার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন: ১০ লাখ আইটি প্রফেশনাল তৈরি করবে বাংলাদেশ: পলক

পলক আরও বলেন, শেখ হাসিনা তার ক্ষমতা, শক্তি এবং অর্থ দিয়ে এদেশের গরীব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন। সিংড়ায় এক লাখ ৯ হাজার পরিবারের মানুষ বয়স্ক, বিধবা, মাতৃকালীন ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের সব সুযোগ ভোগ করছেন।

ছাতারদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রউফ বাদশার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস এম শাহাজান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।