আজিজুল হক কলেজে ছাত্রদলের তালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের শেষদিনে বগুড়া আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত ’ লেখা একটি প্ল্যাকার্ডও টানিয়ে দেন তারা।

সোমবার (৬ নভেম্বর) সকালে শহরের কামারগাড়িতে স্নাতক-স্নাতকোত্তর ভবন ও ফুলবাড়িতে উচ্চ মাধ্যমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর কলেজের প্রধান ফটক কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৭টার দিকে তালা ভেঙে যাওয়ার সুযোগ তৈরি করে দেন নিরাপত্তাপ্রহরীরা।

আরও পড়ুন: মিরসরাই-সীতাকুণ্ডে যান চলাচল বেড়েছে

তালা দেওয়ার কথা স্বীকার করে আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার বলেন, এক দফা দাবিতে আজিজুল হক কলেজের ফটকগুলোতে তালা ঝুলিয়েছি। খালেদা জিয়ার মুক্তি দিয়ে অতিদ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাবো।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. সবুর উদ্দিন বলেন, কোনো দলই সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নষ্ট করার অধিকার রাখে না। কেউ যদি চোরাগুপ্তভাবে কোনো কর্মসূচি পালন করে সেটা তাদের ব্যাপার। তবে কলেজের ফটকে কোনো তালা বা ব্যানার আমি দেখিনি।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।