কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৬ নভেম্বর ২০২৩

বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয়দিনে কিশোরগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার নতুন জেলখানা মোড় এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে তারা।

আরও পড়ুন: অবরোধের প্রভাব নেই খুলনায়, স্বাভাবিক ট্রেন-লঞ্চ চলাচল

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম ও যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন নেতাকর্মীরা। খোলা রয়েছে শহরের দোকানপাট। অন্যদিকে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল।

এসকে রাসেল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।