চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, লাশ মিললো বালুর স্তূপে
চাঁদপুরের হাজীগঞ্জে বালুর স্তূপ থেকে আরমান হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরমান হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মজুমদার বাড়ির আবদুল মোতালেবের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বার মোস্তফা আহমেদ জানান, স্থানীয়দের কাছে বালুর স্তূপে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বাবা মোতালেব জানান, আরমানকে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দিয়ে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।
শরীফুল ইসলাম/এসআর/এমএস