রাজবাড়ীতে ১৭০ অসহায় পরিবার পেলো ঢেউটিন-নগদ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৩

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় ১৭০ পরিবারের মধ্যে বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের লক্ষে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা ও এক বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

আরও পড়ুন: হাতিয়ায় প্রস্তুত ২৪২ আশ্রয়কেন্দ্র, নৌ-চলাচল বন্ধ

গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।