হরতাল-অবরোধ ঠেকাতে মাঠে মহিলা আওয়ামী লীগ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৮ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন নাহার হাইয়ের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পৌর ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর জাহানারা চানু, উপজেলার সোনাইলতলা ইউপি চেয়্যারম্যান নাজরিনা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া, রাহিলা বেগম বেবী ও পৌর মহিলা আওয়ামী লীগ নেত্রী রোজনিনা অন্তরা।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত হরতালের নামে সারাদেশে নিরীহ মানুষকে হত্যা ও সাধারণ মানুষের অর্জিত সম্পদ নষ্ট করছে। তারা একের পর এক হরতাল, অবরোধ ও সভা-সমাবেশের নামে আগুনসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে চলেছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব অপশক্তিকে রুখে দিতে স্থানীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান বক্তারা।

 

আবু হোসাইন সুমন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।