ভোমরায় সোনার ১০ বারসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৯ নভেম্বর ২০২৩

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে সোনার ১০ বারসহ মোঃ আশরাফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে ভোমরা স্থল বন্দরের বাশকল এলাকা থেকে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে আটকের পর তল্লাশী করে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

আটক আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর হামজার ছেলে।

উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ৪১০ গ্রাম। যার মূল্য এক কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটকের পর তল্লাশী করে কোমরের ডান পার্শ্ব হতে সোনার ১০ উদ্ধার করে।

এ ঘটনায় তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া কোর্ট আদেশ গ্রহণ করে বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম চলছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।