শিক্ষামন্ত্রী

নতুন কারিকুলাম নিয়ে আন্দোলনকারীদের অধিকাংশ কোচিং ব্যবসায় জড়িত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ নভেম্বর ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে আন্দোলন করছেন তাদের অধিকাংশ কোচিং ব্যবসার সঙ্গে জড়িত। কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করেন। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রমরমা কোচিং বাণিজ্য বন্ধ করুন: শিক্ষকদের রাষ্ট্রপতি

শিক্ষামন্ত্রী বলেন, আন্দোলনকারীরা যে দাবিগুলো করছেন সেগুলো একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।

দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম কিন্তু রূপান্তর। আমরা একটি মুখস্ত বিদ্যার জগৎ পার হয়ে এসেছি। এখনকার শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আমরা ২০৪১ সালে নতুন এক উন্নত জীবনের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নতুন মুখস্থ নির্ভর নয় আমাদের জেনে বুঝে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যপারি, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নুর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।