সাতক্ষীরা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ, সম্পাদক হাবীব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১০ নভেম্বর ২০২৩

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন সাধারণ সম্পাদক মনোনীত হন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

jagonews24

নব গঠিত কমিটির সভাপতি কাজী ফিরোজ হাসান বলেন, বৃহস্পতিবার কেন্দ্র থেকে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামীতে আমরা জেলা স্বেচ্ছাসেবক লীগকে নতুনভাবে সুসংগঠিত করবো।

এর আগে ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়।

আহসানুর রহমান রাজীব/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।