নারী স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারবে: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১১ নভেম্বর ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সময়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে মেয়েরা স্বাবলম্বীও হচ্ছে। একজন মেয়ে স্বাবলম্বী হওয়া মানে তার পরিবার স্বাবলম্বী হওয়া।

তিনি বলেন, নারী স্বাবলম্বী হলে পরিবারের পাশে দাঁড়াতে পারবে। পরিবারের স্বচ্ছলতা তো আসবেই, এছাড়াও যে কোনো বিপদে পরিবারের হাল ধরতে পারবে। তাই নারী উদ্যোক্তা তৈরি করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর শহরের কদমতলায় মন্ত্রীর নিজ বাসভবনে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নতুন কারিকুলাম নিয়ে আন্দোলনকারীদের অধিকাংশ কোচিং ব্যবসায় জড়িত

মন্ত্রী এ সময় চারটি ট্রেডের ২০০ নারীর মাঝে প্রশিক্ষণ ভাতার ১১ লাখ ২১ হাজার ৫৫০ টাকার চেক বিতরণ করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা হিসেবে ১১ জন অসহায় ও দুস্থকে ১১ লাখ টাকার চেক প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান। সঞ্চালনায় ছিলেন মহিলা অধিদপ্তর চাঁদপুর সদর কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাডভোকেট হেলাল হোসাইন প্রমুখ।

শরীফুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।