দাম নিয়ন্ত্রণে ডিম-আলু আমদানি করা হচ্ছে: বাণিজ্য সচিব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১১ নভেম্বর ২০২৩

দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। কিন্তু এখন দাম বৃদ্ধি ও ঘাটতি দেখা দেওয়ায় ডিম-আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমদানি শুরুর পর দামও কমতে শুরু করেছে। এসব কথা বলেছেন সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজের দাম এখন বাংলাদেশের মতন ভারত, মায়ানমারেও বেশি। তাই দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসবে তখন দাম কমবে।

আরও পড়ুন: পাইকারিতে ডিমের দাম কমেছে, পাড়া-মহল্লায় প্রভাব নেই

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ।

ফরিদপুরে ৭৭ হাজার ৬০৫ জনের ভেতর টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।