মশাল নিয়ে ফেনীতে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১১ নভেম্বর ২০২৩

চতুর্থ দফা অবরোধের সমর্থনে মশাল নিয়ে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) রাতে পৌরশহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদ এলাকায় মিছিলটি করেন তারা। এ সময় পৌরশহরে আতঙ্ক তৈরি হয়। অবরোধের সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন- ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবীবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপি সদস্য কামরুল হাসান মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হাসান বাবলু, দাঁগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন ডিপলু, ফেনী পৌর ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।