আরাকান আর্মির নেতার পরবর্তী জামিনের শুনানি ৫ এপ্রিল


প্রকাশিত: ০২:১০ পিএম, ৩০ মার্চ ২০১৬

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোয়ে ও তার তিন সহযোগীর জামিন আবেদন নিয়ে পরবর্তী শুনানির তারিখ ৫ এপ্রিল ধার্য্য করে তাদেরকে ফের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত।

আদালত সূত্র জানায়, তাদের বিরুদ্ধে করা সন্ত্রাস দমন আইনের মামলায় বুধবার রেনিন সে য়ে ও তার তিন সহযোগীকে আদালতে হাজির করে পুলিশ।

রাঙামাটির সিনিয়র জেলা ও দায়রা জজ মো. কাউসার আসামি পক্ষের জামিন আবেদনটি গ্রহণ করে আগামি ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন। একই সঙ্গে আসামিদের কারাগারে প্রেরণসহ ওইদিন আদালতে হাজির করার আদেশ দেন।

পুলিশের দায়িত্বপ্রাপ্ত কোর্ট কর্মকর্তা এসআই খালেদ জানিয়েছেন, রাজস্থলী থানায় দায়ের করা জিআর মামলায় আরাকান আর্মি নেতা ডা. রেনিন সোয়ে ও তার তিন সহযোগীকে আদালতে হাজির করা হয়।

২০১৫ সালের ২৬ আগস্ট রাতে রাজস্থলীর কলেজ পাড়া থেকে একটি বিলাস বহুল পাকা ভবনে অভিযান চালিয়ে আরাকান আর্মি সদস্য অংনু ইয়ান রাখাইনকে এবং এক দিন পর ওই বাড়ির কেয়ারটেকার জসু অং মারমা ও অং সু অং মারমাকে আটক করে যৌথ বাহিনী।

সুশীল প্রসাদ চাকমা/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।