তবলছড়িতে উদ্ধার ১১ ফুট দৈর্ঘ্যের অজগর কাপ্তাই উদ্যানে অবমুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৩

রাঙ্গামাটির তবলছড়ি এলাকা থেকে উদ্ধার অজগর কাপ্তাইয়ের জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সকালে ১১ ফুট দৈর্ঘ্যের সাপটির অবমুক্ত করেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ।

আরও পড়ুন: ধানক্ষেতে ৮ ফুট লম্বা অজগর 

jagonews24

বনবিভাগ সূত্র জানায়, মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকা থেকে সদর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল হামিদের নেতৃত্বে একটি টিম অজগরটি উদ্ধার করে। পরে সেটি কাপ্তাই রেঞ্জে হস্তান্তর করলে সেটি উদ্যানে অবমুক্ত করা হয়।

বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, খাদ্য সংকটের কারণে এখন অনেক অজগর লোকালয়ে চলে আসছে। সাপটি রাঙ্গামাটি শহর থেকে উদ্ধার করে আমাদের বুঝিয়ে দেওয়া হয়। আমরা সাপটির নিরাপদ আবাসস্থল নিশ্চিতকল্পে জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি। ১১ ফুট দৈর্ঘ্যের সাপটির ওজন ৯ কেজি।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।