‘আনসার আল ইসলাম’ সদস্যের দুই বছরের জেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৬ নভেম্বর ২০২৩

দেশ বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় লক্ষ্মীপুরে বায়জিদ বোস্তামি (মাসুদ) নামে এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। বায়জিদ বোস্তামি সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের গঙ্গাশিবপুর গ্রামের মাসুদ আলমের ছেলে। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বায়জিদ নামে-বেনামে আইডি খুলে জঙ্গি সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা প্রদান করেছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ফেসবুকে দেশ বিরোধী পোস্টসহ বিভিন্ন অ্যাপসের মাধ্যমে নামে-বেনামে আইডি খুলে জঙ্গি সংক্রান্ত তথ্য আদান-প্রদান করতেন বায়জিদ। বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনে তিনি জিহাদের পথে উদ্বৃত্ত হয়। দেশের সংবিধান ও সরকারকে তিনি স্বীকার করতেন না। দেশবিরোধী কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন। ২০২২ সালের ১৯ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর সদস্যরা তাকে আটক করে। তখন তার ব্যবহৃত মোবাইলটিও জব্দ করা হয়। মোবাইলটিতে তার দেশ বিরোধী ও জিহাদি কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়।পরদিন র্যাব-৩ এর নায়েক সুবেদার (ডিএডি) মনির উদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন। এতে মাসুদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়।

১৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী আদালতে মাসুদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

কাজল কায়েস/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।