নারায়ণগঞ্জে নৈশপ্রহরীদের বেঁধে সোনার দোকানে ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় নৈশপ্রহরীদের বেঁধে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ নভেম্বর) ভোরে ফতুল্লার দাপা পিলকুনি পাঁচতলা এলাকায় নিউ আলিফ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

এসময় দোকানের তালা কেটে দেড়শ ভরি রূপা, চার ভরি সোনার অলংকার, ক্যাশ থেকে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা লুট করে ডাকাত দল। এছাড়া দোকানে বন্ধক রাখা বেশ কিছু সোনার অলংকার নিয়ে যায় বলে জানা গেছে।

দোকানের কর্মচারী আসিফ হাসান বলেন, দোকানের মালিক আল হাসান স্ত্রীর মামলায় বর্তমানে জেলে রয়েছেন। তার বাবা জাহিদ মিয়া এখন দোকান দেখাশোনা করছিলেন। শুক্রবার (১৭ নভেম্বর) রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় বাহিরে দুটি শার্টারে সাতটি তালা দিয়ে রেখে ছিলাম। এর মধ্যে চারটি তালা কেটে দোকান থেকে বিপুল পরিমাণ অলংকার ও নগদ টাকা ডাকাতরা নিয়ে গেছে।

নৈশপ্রহরী রানা বলেন, আমরা দুইজন গার্ড ডিউটিতে ছিলাম। ভোরে একটি পিকআপভ্যানে সাত থেকে আটজন মুখোশধারী যুবক আসেন। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের হাত, পা, মুখ ও চোঁখ বেঁধে গাড়িতে আটকিয়ে রাখেন। এরপর তারা দোকানের তালা কেটে ডাকাতি শেষে চলে যাওয়ার সময় আমাদের সড়কে ফেলে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাত শনাক্তে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।