গাজীপুরে বিআরটি প্রকল্পের শ্রমিকদের মধ্যে মারামারি, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৩

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চলমান কাজের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ২০ দশমিক ৫০ কিলোমিটার বিআরটি প্রকল্পের চলমান কাজের ভোগড়া বাইপাস মোড় এলাকায় নির্মাণ কাজ চলমান। দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় সড়কের ওপরে কাজ করা শ্রমিকরা নিচে ময়লা আবর্জনা ফেলেন। আবর্জনা নিচে থাকা শ্রমিকদের শরীরে পড়লে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ওপরে থাকা শ্রমিকরা নিচে নেমে এলে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় দুই শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বেশ কিছু সময় কাজ বন্ধ ছিল। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জাগো নিউজকে বলেন, নির্মাণ কাজ চলাকালে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। এতে কিল-ঘুসিতে কয়েকজন আহত হন বলে জানতে পেরেছি। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। তাদের কাজও চলমান।

আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।