গাঁজাসহ গ্রেফতার ১৬ মামলার পলাতক আসামি
নোয়াখালীর সেনবাগ থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ ১৬ মামলার পলাতক আসামি ছানাউল্যাহকে (৪৩) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাইয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ছানাউল্যাহ ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছাতারপাইয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে নতুন মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. আবদুল হামিদ গ্রেফতার ও মাদক উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ মামলার পলাতক আসামি ছানাউল্যাহকে সাড়ে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফের মাদক আইনে মামলা দিয়ে সেনবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস