চট্টগ্রামে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১৬ নভেম্বর ২০২৩

 

চট্টগ্রামের কর্ণফুলী থানায় ৮ বছর আগের ইয়াবা উদ্ধারের মামলায় মো. গিয়াস উদ্দীন (৪৩) নামে এক যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। একই রায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দীন চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা তিন নম্বর ওয়ার্ড মধু মাঝির বাড়ির আহমদ ছফার ছেলে।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দীন জামিনে গিয়ে পলাতক হন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন বলে জানান তিনি।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ ডিসেম্বর কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ মো. সবুজকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওইদিন কর্ণফুলী থানায় মামলা হয়। পরে মামলায় গিয়াস উদ্দীনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৬ সালের ১০ জুলাই আসামির বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত রায় ঘোষণা করেন।

এমডিআইএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।