গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি বেঞ্চ ও বৈদ্যুতিক পাখা পুড়ে গেছে।

রোববার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর মরহুম আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। রোববার ভোররাতে কে বা কারা ওই টিনশেডে আগুন দেয়। এতে বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক সরঞ্জাম, বেশকিছু বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে।

jagonews24

আরও পড়ুন: মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, ওই ঘরে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণির ৩২জন ও পঞ্চম শ্রেণির ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান করা হতো।

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড ঘরের চার-পাঁচ জোড়া বেঞ্চ, টিনের বেড়া, বৈদ্যুতিক পাখাসহ নারা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত করে শ্রেণিকক্ষ মেরামত করা হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন দেওয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দৃষ্টান্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে।

আমিনুল ইসলাম/আরএইচ/জিকএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।