ভাসমান ট্রলার থেকে ৪ জেলে উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৩

বঙ্গোপসাগর উপকূলের কটকা এলাকা থেকে চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তিনদিন ধরে সাগরে ভাসতে থাকার পর রোববার (১৯ নভেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে. মো. মুনতাসির ইবনে মহসীন জানান, ভোর থেকে কোস্ট গার্ডের সদস্যরা বঙ্গোপসাগরের কটকা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। বেলা ১১টার দিকে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং ট্রলার ভাসতে দেখে কাছাকাছি যায় তারা। এসময় ট্রলারে থাকা জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করতে থাকেন। পরে ট্রলার হতে চার জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। ট্রলারসহ ওই জেলেদেরকে কোস্ট গার্ডের কচিখালী আউটপোস্টে নেওয়া হয়।

জেলেদের ভাষ্যমতে, তারা ১৬ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যান। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকায়। সাগরে যাওয়ার পর ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তিনদিন ধরে সমুদ্রে ভাসমান ছিলেন।

আবু হোসাইন সুমন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।