কুষ্টিয়ায় ৬ বিএনপি প্রার্থীর ভোট বর্জন
কুষ্টিয়ায় ভোট প্রদানে বাধা দেয়া, এজেন্টদের বের করে দেয়া, প্রকাশ্য সিল মারা ও জাল ভোট দেয়ার কারণে দৌলতপুরের ৬ বিএনপি প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা সাড়ে বারটার দিকে সংবাদ সম্মেলন করে তারা এই ঘোষণা দেন।
ভোট বর্জন করা প্রার্থীরা হলেন, প্রাগপুর ইউপি প্রার্থী আজমল হক, আদাবাড়িয়া ইউপি প্রার্থী ইয়াকুব আলী, আড়িয়া ইউপির প্রার্থী কামরুল ইসলাম, চিলমারী ইউপির প্রার্থী হাবিবুর রহমান ও বোয়ালিয়া ইউপির প্রার্থী খোয়াজ আলী, মরিচা ইউপির প্রার্থী মাহাবুল।
এছাড়াও নির্বাচনী বিরোধে কুষ্টিয়ার আল্লারদর্গায় আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংর্ঘষ হয়েছে। এসময় পুলিশ ৪ রাউন্ড গুলি বর্ষণ করে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলামের ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয় ও এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগের প্রার্থী আবু ইউসুফ লালু। এসময় আশরাফুল ইসলামের লোকজন বাধা দিলে সংর্ঘষ শুরু হয়। সংর্ঘষে ৫ জন আহত হয়। পরে বিজিবি, পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে।
এছাড়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টার দিকে সংঘর্ষ হয়। মরিচা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কেন্দ্রে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দৌলতপুর আসনের সরকার দলীয় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ভাতিজা তোষণ চৌধুরী আহত হন। সংঘর্ষ হওয়া এই তিনটি কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রেখে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
আল-মামুন সাগর/এফএ/আরআইপি