গোয়াইনঘাটে আ.লীগ-বিএনপির সংঘর্ষ


প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩১ মার্চ ২০১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুমপুর ইউনিয়নের খলামাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক ঘণ্টা ওই ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ থাকার পর দুপুর ২ টায় পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুক মিয়া ও বিএনপি মনোনীত প্রার্থী শাহাব উদ্দিন শিহাব সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে খলামাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুক মিয়ার পক্ষে বাবুল মেম্বার ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করতে চান। এ সময় বিএনপি সমর্থকরা বাধা দেয়। এক পর্যায়ে দু`পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে র্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সংঘর্ষের সময় খলামাধবপুর ভোটকেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাউদিদ্দন বলেন, সংঘর্ষের জন্য কিছুক্ষণ কেন্দ্রে ভোটগ্র্রহণ বন্ধ থাকলেও পরে দ্রুত সময়ের মধ্যে তা চালু করা হয়েছে।
    
ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।