বাগেরহাটে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যু
বাগেরহাটের মোড়েলগঞ্জের রামচন্দ্রপুর এলাকায় বজ্রপাতে দুই দিনমজুর নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রামচন্দপুর ইউনিয়নের ছোট কুমারখালী গ্রামের মৃত বিনদ মজুমদারের ছেলে কালিপদ মজুমদার (৫০) ও পার্শ্ববর্তী গরঘাটা গ্রামের আজিজ ফরাজীর ছেলে রফিকুল ফরাজী (২৫)। এ সময় সাইফুল (২৬) নামে অপর এক দিনমজুর গুরুতর আহত হয়। তাকে পার্শ্ববর্তী জেলা পিরোজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল জানান, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় কামলা গ্রামের একটি কলাক্ষেতে ওই তিন দিনমজুর কাজ করছিল। দুপুর দেড়টার দিকে আকস্মিক বজ্রপাত শুরু হলে কলাক্ষেতে কর্মরত অবস্থায় কালিপদ মজুমদার ও রফিকুল ফরাজী নিহত হয়। অন্য দিনমজুর সাইফুল আহত হয়। তাকে পরে গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী পিরোজপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শওকত আলী বাবু/এসএস/পিআর