সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিলেন দুই ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২১ নভেম্বর ২০২৩

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সুনামগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়েছেন দুই ভাই। তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তারা।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, ‘মনোনয়ন ফরম সবার কেনার অধিকার আছে। আমরা একই আসনে দুই ভাই কিনেছি। দেখা যাক কী হয়।’

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, ‘সুনামগঞ্জ-৪ আসনে অনেক স্বপ্ন আর আশা নিয়ে আমি মনোনয়ন কিনেছি। আমি জানি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার প্রতি ভরসা আর বিশ্বাস রেখে আমাকেই নৌকা প্রতীক দেবেন।’

আপনার আপন ছোট ভাই একই আসনে মনোনয়ন ফরম কিনেছেন, এ বিষয়ে কী বলবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি। সে কিনতেই পারে। কারণ মনোনয়ন কেনার অধিকার সবার আছে। তবে নেত্রী যাকে নৌকা প্রতীক দেবেন আমরা তার হয়ে মাঠে কাজ করে যাবো।’

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।