শিবপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আহমেদ ভোট বর্জন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী মোরশেদ আহমেদ তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে সাংবাদিকদের সামনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি প্রার্থী আমজাদ হোসেন।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, দলীয় নেতাকর্মী ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, কেন্দ্র দখল, জালভোট, ককটেল বিস্ফােরণ ও মারধোর করার অভিযোগ এনে কর্মী সমর্থকদের ও এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে এই দুই প্রার্থী সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
সঞ্জিত সাহা/এফএ/আরআইপি