পরিবেশগত ছাড়পত্র না থাকায় ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২২ নভেম্বর ২০২৩

পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বি.বি.ব্রিকস নামে একটি ইটভাটাকে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এস.বি.এল. ব্রিকস নামে আরেকটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এ অভিযান পরিচালনা করেন। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাইজিংয়ের ধোঁয়ায় পরিবেশ দূষণ, জরিমানা গুনলেন কারখানা মালিক

পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জাগো নিউজকে বলেন, পরিবেশগত ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বাবুলিয়ায় অবস্থিত মো. লিয়াকত হোসেনের বি.বি.ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভাটার জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস.বি.এল. ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে।

আহসানুর রহমান রাজীব/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।