নোয়াখালীতে বিএনপির ভরাডুবি
বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচনে নোয়াখালীর কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগের এবং তিনটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়নের সাতটিতেই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। একটি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচিতরা হলেন- কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে আওয়ামী লীগের নুরুল আমিন রুমি, নরোত্তমপুরে আওয়ামী লীগের এ কে এম সিরাজ উল্যা, চাপরাশিরহাটে আওয়ামী লীগের মহিউদ্দিন টিটু, ধানশালিকে আওয়ামী লীগের ইয়াকুব নবী এবং ধানসিঁড়িতে মো. আবদুল মন্নান (আ.লীগ বিদ্রোহী), বাটইয়াতে মো. মিজানুর রহমান (আ.লীগ বিদ্রোহী) ও ঘোষবাগে মো. মহসিন মিন্টু (আ.লীগ বিদ্রোহী)।
কোম্পানীগঞ্জ উপজেলার ৮টির মধ্যে সিরাজপুর ইউনিয়নের ৫টি কেন্দ্র স্থগিত হওয়ায় ওই কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে।
এছাড়া অপর ৭টিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। তারা হলেন- চর পার্বতীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোজাম্মেল হোসেন, চর হাজারীতে নুরুল হুদা, চর কাঁকড়ায় সফি উল্যাহ, চর ফকিরায় জামাল উদ্দিন লিটন, রামপুরায় ইকবাল বাহার চৌধুরী, মুছাপুরে নজরুল ইসলাস শাহিন চৌধুরী এবং চর এলাহী ইউনিয়নে আব্দুর রাজ্জাক।
মিজানুর রহমান/এনএফ/আরআইপি