আটপাড়ার ৭টিতেই আওয়ামী লীগের জয়
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নিবার্চনে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সবকটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হচ্ছেন, স্বমািশয়া ইউনিয়নে আব্দুস সাত্তার, শুনুই ইউনিয়নে সানোয়ারুদ্দিন চৌধুরী, লুন্বেশ্বর ইউনিয়নে মাহফুজুল হক, বানিয়াজান ইউনিয়নে ফেরদৌস রানা আনজু, তেলীগাতি ইউনিয়নে জাহাঙ্গীর হাসান, দুওজে ইউনিয়নে সেলিম খান ও সুখারি ইউনিয়নে কফিল উদ্দিন খোকন তালুকদার।
নেত্রকোনা প্রতিনিধি/এসএইচএস/আরআইপি