গাইবান্ধা-১ আসনে জাকের পার্টির মনোনয়ন পেলেন মোশাররফ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাকের পার্টির মনোনয়ন পেয়েছেন মো. মোশাররফ হোসেন বুলু। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী মো. মোশাররফ হোসেন বুলু।

মোশাররফ হোসেন বুলু সুন্দরগঞ্জ উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি।

এর আগে সুন্দরগঞ্জ প্রেস ক্লাবে উপস্থিত হয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী মোশাররফ হোসেন বুলু। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাকে নির্বাচনী প্রতীক ‘গোলাপ’ দিয়ে শুভেচ্ছা জানান।

এদিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী মো. মোশাররফ হোসেন বুলু জাগো নিউজকে বলেন, সুন্দরগঞ্জ উপজেলা একটি অবহেলিত উপজেলা। এ উপজেলার অধিকাংশ ইউনিয়ন নদীবেষ্টিত। স্বাধীনতার পর থেকে এ আসনে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি।

তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনটি সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৯১ হাজার ৫৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ১৬৬ ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৩৬৫ জন।

শামীম সরকার শাহীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।