উদ্যোক্তাদের তুলে ধরতে গাইবান্ধায় দিনব্যাপী পণ্য মেলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৫ নভেম্বর ২০২৩

গাইবান্ধায় নারী উদ্যোক্তার পরিচিতি বাড়ানো, বন্ধন তৈরি ও নতুন প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার বার্তা দিতে পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ পণ্য মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি গৃহস্থালির টুকিটাকি থেকে শুরু করে কসমেটিকস পণ্য, শাল, থ্রিপিস, ওয়ান পিস, টু পিস, বিছানার চাদর, রাজশাহী সিল্ক শাড়ি, ডালের বড়ি, আচার, কেক, পুডিং, চাপাইনবাবগঞ্জের কালাই রুটিসহ বিভিন্ন রকম পণ্যের মোট ৩২টি স্টল বসানো হয়। এতে নতুন পুরাতন মিলে মোট অর্ধশতাধিক নারী ও পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

উদ্যোক্তাদের সংগঠন ‘অগ্রযাত্রা’র আয়োজনে পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মকছুদার রহমান শাহান, গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশীদ, উদ্যোক্তার অগ্রযাত্রার উপদেষ্টা শাহানা ইয়াসমিন লাকী, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. তৌহিদুর রহমান মিলন, ইয়েস বিডির পরিচালক তাসাদ্দুক হোসেন, উদ্যোক্তার অগ্রযাত্রার ফাউন্ডার শারমিন শাহান, রাহাতুল আফকা রিফাত, এডমিন ফরিদা পারভীন, ফাহমিদা কাকলি, শাহানা ইসলাম লাকী প্রমূখ।

কামনা রানী বর্মন নামের শিক্ষক বলেন, আমরা অনলাইনে কেনাকাটা করি। এখন আমরা অফলাইনে অর্থাৎ মেলায় কেনাকাটা করছি। আমরা অনেক শিক্ষক মিলে এসেছি কেনাকাটা করতে। মেলায় কেনাকাটায় সুবিধা হয়। দেখে-শুনে পছন্দমতো নিতে পারি। যেসব পণ্য আমরা মার্কেটে পাই না, সেসব পণ্য নারী উদ্যোক্তাদের কাছে পাই।

jagonews24

কল্পতরু বুটিক হাউসের পরিচালক ও উদ্যোক্তা রনী চাকী জাগো নিউজকে বলেন, গাইবান্ধায় যত নারী উদ্যোক্তা রয়েছে তাদের মধ্যে একটা পরিচিতি বন্ধন তৈরি করার জন্য এই মেলা। আমরা কতজন নারী উদ্যোক্তা রয়েছি, কী নিয়ে কাজ করছি, কোথা থেকে কাজ করছি সেটা তুলে ধরতেই আজকের এই আয়োজন।

‘মৌ কেক’র সত্ত্বাধিকারী জাসিন বলেন, আমি বেকিং আইটেমের কাজ করি। শীতের সিজনে পিঠা, পায়েস, পিজ্জা তৈরি করি। সংসারের বাইরে নিজেকে প্রকাশ করার জন্য এই মেলা করি। আমাদের উদ্যোক্তাদের মধ্যে যাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নেই তারা মেলার মধ্য দিয়ে নিজেকে পরিচিত করতে চেষ্টা করি।

গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান জাগো নিউজকে বলেন, কলেজে ১৬ হাজার শিক্ষার্থী রয়েছে, সবাই সরকারি চাকরি পাবে না। শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি দিনের বেলায় কলেজে বেগুনি, চপ বিক্রি করে তাহলে তাদের আর্থিক দৈন্যতা কমে যাবে। শিক্ষার্থীরা ছোট ছোট ক্ষুদ্র পরিসরে মেলায় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। শিক্ষার্থীরা এই মেলার মাধ্যমে উদ্বুদ্ধ হবে। অনেক শিক্ষার্থী রয়েছে, সবার সরকারি চাকরি হয় না, এদের কারো বাইরে যেতে হবে অথবা নিজেদেরকে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হতে হবে। কাজ না থাকলে বেকাররা মাদকাসক্তি ও জুয়ায় আসক্ত হয়। এসব থেকে রক্ষার জন্য সবাইকে এই কাজে এগিয়ে আসা উচিৎ। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি হয়ে মানুষের সেবা করতে পারবে। এতে করে নিজেকে গড়ার পাশাপাশি দেশকে গড়তে পারবে।

শামীম সরকার শাহীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।