মেহেরপুর-১ আসনে ফরহাদ হোসেনের হ্যাটট্রিক, ২ আসনে নতুন মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৬ নভেম্বর ২০২৩
ফরহাদ হোসেন ও ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর

মেহেরপুর-১ (সদর, মুজিবনগরে) আসনে পর পর তিনবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে বর্তমান সংসদ সদস্যকে হটিয়ে জায়গা করে নিয়েছেন নতুন মুখ ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেন।

এতে মেহেরপুর-১ আসনে আবারও আওয়ামী লীগে মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন। তিনি মেহরেপুর জেলার প্রথম ব্যক্তি হিসেবে মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছিলেন। বর্তমানে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে এসেছে নতুন মুখ। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবু সালেহ মো. নাজমুল হক সাগর মনোনয়ন পেয়েছেন। এ আসনের মনোনয়ন থেকে ছিটকে পড়েছেন বর্তমান সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মেহেরপুর-১ আসনে ১১ জন ও মেহেরপুর-২ আসনে ১৫ জন তুলেছিলেন দলীয় মনোনয়নপত্র। এদের মধ্য থেকেই ঘোষিত দুজন হলেন নৌকার মাঝি।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।