দিনাজপুরের ৬ আসনে পুরোনোরাই নৌকার ভরসা
দিনাজপুর জেলার ছয়টি আসনে আওয়ামী লীগের নতুন মুখ আসেনি। বর্তমান ছয় সংসদ সদস্যই নৌকার মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নামগুলো ঘোষণা করেন।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছিলেন ৪৪ জন। এরপর জেলায় শুরু হয় চুলচেরা বিশ্লেষণ। কে বাদ পড়ছেন আর কে হচ্ছেন নৌকার মাঝি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে দলীয় মনোনয়ন ঘোষণা করেন। এতে দিনাজপুরের ছয়টি আসনে বর্তমান কোনো সংসদ সদস্যই বাদ পড়েননি। সবাই পুনরায় মনোনয়ন পেলেন।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনে নৌপ্রতিন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩(সদর) আসনে হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে শিবলী সাদিক মনোনয়ন পেয়েছেন।
এরমধ্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার টানা আটবারের মত নৌকার মাঝি হলেন। আর মনোরঞ্জন শীল গোপাল চারবার নৌকার মাঝি হলেন। এছাড়া তিনি একবার উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বাকি চারজন চারবার করে মনোনয়ন পেলেন।
এমদাদুল হক মিলন/এসজে/জেআইএম