ময়মনসিংহে আ.লীগ ১০, বিদ্রোহী ৮ ও বিএনপি ১
ময়মনসিংহ জেলার তারাকান্দা ও গৌরীপুর উপজেলার ১০টি করে মোট ২০টি ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে (দ্বিতীয় ধাপের) আওয়ামী লীগ ১০টি ও আওয়ামী লীগ বিদ্রোহী ৮টি ও বিএনপি ১টি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে। তারাকান্দায় ১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনী ফলাফল স্থগিত রয়েছে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ টিতে আ’লীগ ও ৪ টিতে আ’লীগ বিদ্রোহী প্রার্থী ক্ষিজয়ী ও একটি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
বিজয়ীরা হলেন তারাকান্দা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল জব্বার (আনারস), বানিহালা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসনাত আছমত (নৌকা), কাকনি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মো. মশিউর রহমান রিপন (নৌকা), গালাগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. জিয়াউলহক (চশমা), বালিখা ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী মো. রেজাউল করিম (চশমা), ঢাকুয়া ইউনিয়নে আ’লীগ বিদ্রোহী মো. মেজবাহ উদ্দিন মন্ডল (ঘোড়া), রামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মদন চন্দ্র সিং রায় (নৌকা), কামারগাঁও ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা) ও বিসকা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস ছালাম মন্ডল (নৌকা)। এছাড়া একটি কেন্দ্রে গোলযোগের ফলে কামারিয়া ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।
গৌরীপুর উপজেলার ১০টি ইউপি’র মধ্যে ৫টি ’তে আওয়ামী লীগ ও ৫টিতে আ. লীগ বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে। বিজয়ীরা হচ্ছে: ১নং মইলাকান্দা ইউনিয়নে রিয়াদুজ্জামান রিয়াদ (ধানের শীষ, বিএনপি), ২নং গৌরীপুর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন (ঘোড়া, আ’লীগ বিদ্রোহী), ৩নং অচিন্তপুর ইউনিয়নে শহিদুল ইসলাম অন্তর (নৌকা, আ’লীগ), ৪নং মাওহা ইউনিয়নে রমিজ উদ্দিন স্বপন (চশমা, আ’লীগ বিদ্রোহী), ৫নং সহনাটী ইউনিয়নে আব্দুল মান্নান (নৌকা, আ’লীগ), ৬নং বোকাইনগর ইউনিয়নে মো. হাবিব উল্লাহ (নৌকা, আ’লীগ), ৭নং রামগোপালপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস, আ’লীগ বিদ্রোহী), ৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. শহিদুল ইসলাম (নৌকা, আ’লীগ) ৯নং ভাংনামারী ইউনিয়নে মফিজুন নুর খোকা (মোটর সাইকেল, আ’লী বিদ্রোহী), ১০নং সিধলা ইউনিয়নে জয়নাল আবেদিন (নৌকা, আ’লীগ)।
আতাউল করিম খোকন/এসএইচএস/আরআইপি