মেলেনি নৌকার টিকিট
যে কোনো মূল্যে নির্বাচন করবেন ‘মদকে হালাল ব্যবসা’ বলা ফিরোজুর
আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণার পর পরই নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন তিনি। তবে স্বতন্ত্র নাকি অন্য কোনো দল থেকে নির্বাচন করবেন তা জানাননি।
লাইভে ফিরোজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মনোনয়ন না পেলেও প্রার্থী হতে বাধা নেই। আমি ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের শোকসভায় এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম। আমার সেই কথা এখন না রাখলে গুনাহ হবে। আমি সংসদ সদস্য নির্বাচন করবো।
আরও পড়ুন: লাইভে মদকে হালাল ব্যবসা বললেন উপজেলা চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
তিনি আরও বলেন, আমার সঙ্গে কেউ এলে স্বাগত জানাবো। কারও সমস্যা হোক এমন কিছু করবো না। আমি তো আমার ভোট দিতে পারবো। নির্বাচন সামনে রেখে অনেকেই বিভিন্ন ধরনের বাজে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
ফিরোজুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। পরবর্তীতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের উদ্যোগ পরিচালক এবং সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালক পদে আছেন। সম্প্রতি ফেসবুক লাইভে এসে মদকে মেডিসিন এবং এর ব্যবসাকে হালাল মন্তব্য করলে দেশব্যাপী সমালোচনা তৈরি হয়।
এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছিলেন ফিরোজুর রহমান। কিন্তু এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস