গাজীপুরে এক আসনে নতুন মুখ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচ আসনের একটিতে পরিবর্তন এসেছে। বাকি চার আসনে নৌকার প্রার্থী অপরিবর্তিত রয়েছে। পাঁচ আসনের মধ্যে তিন নারী মনোনয়ন পেয়েছেন।
দলীয় একাধিক সূত্র জানায়, গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন। এ আসন নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গাজীপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন পাঁচজন। এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহসান উল্ল্যাহ্ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ছয়জন। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। এ আসনে প্রার্থী পরিবর্তন হয়ে রুমানা আলীকে নৌকার মনোনয়ন দেওয়া হয়।

আরও পড়ুন: মনোনয়নবঞ্চিত সংস্কৃতি প্রতিমন্ত্রী, নতুন তিন মুখ
গাজীপুর-৪ সংসদীয় আসনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে ও বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি ফের নৌকার মনোনয়ন পান।
গাজীপুর-৫ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন আটজন। এ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি ফের নৌকার টিকিট পান।
গাজীপুরের পাঁচ সংসদীয় আসনে প্রার্থী হতে ২৬জন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলেন। পরে দলীয় সিদ্ধান্ততে প্রার্থী চূড়ান্ত করা হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস