ময়মনসিংহ

মনোনয়নবঞ্চিত সংস্কৃতি প্রতিমন্ত্রী, নতুন তিন মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

ময়মনসিংহের ১১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে নতুন মুখ তিনজন। দুজন সাবেক সংসদ সদস্য (এমপি)। বাকি ছয়জন বর্তমান সংসদ সদস্য। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু মনোনয়ন বঞ্চিত হয়েছেন।

প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ-৩ আসনে নিলুফার আনজুম (পপি), ময়মনসিংহ-৪ আসনে মোহিত উর রহমান (শান্ত) ও ময়মনসিংহ-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আকন্দ।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে। নানা কর্মকাণ্ডে বিতর্কিত সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে হটিয়ে তিনি নৌকার মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত ত্যাগী নেতাকর্মীরা।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) মনোনয়ন বঞ্চিত হয়েছেন টানা দুইবারের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।

অন্যদিকে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদকে বঞ্চিত করে নৌকা বাগিয়ে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আঞ্জুম পপি।

জেলার ১১টি আসনের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ (সদর) আসনে মনোনয়ন দেওয়া হয়েছেন সাবেক ধর্মমন্ত্রী মরহুম অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে।

এছাড়া ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বর্তমান সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বর্তমান সংসদ সদস্য রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য কাজীম উদ্দিন আহম্মেদ ধনু।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।