এইচএসসির ফল

ফেলে হ্যাটট্রিক করলো বেপারী টোলা আদর্শ কলেজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

দিনাজপুর শিক্ষা বোর্ডের শতভাগ ফেল করা ১৬ কলেজের মধ্যে অন্যতম জেলার বিরামপুর উপজেলার বেপারী টোলা আদর্শ কলেজ। টানা তিন বছর ধরে এ কলেজের কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হননি।

কলেজ সূত্রে জানা গেছে, কলেজটির পাঠদান শুরু হয় ২০০২ সালে। দুই একর ২৯ শতক জমিতে সুবিশাল ক্যাম্পাস ও ভবন নিয়ে প্রতিষ্ঠানটির অবস্থান। এ কলেজ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পাঁচ শিক্ষার্থী , ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিন পরীক্ষার্থী এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ছয় শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হন।

আরও পড়ুন: ময়মনসিংহে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল

কলেজের অধ্যক্ষ মেহেদি হাসান চৌধুরী পলাশ হোসেন বলেন, কলেজটি শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হওয়ায় সেখানে ভালো মানের কোনো ছাত্রছাত্রী পাওয়া যায় না। যেসব ছাত্রছাত্রী ভর্তি হয় তারা অনেকেই কর্মজীবী ও বিবাহিত। সবাই এক বিষয়ে পরীক্ষা দিলেও কেউ কৃতকার্য হতে পারেননি।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী বলেন, আমি নতুন এসেছি। কলেজটি ননএমপিও হওয়ায় আমি বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত আওন বলেন, এরই মধ্যে আমি বিষয়টি জেনেছি। মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো.মাহাবুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।