স্বতন্ত্র প্রার্থী হতে পদত্যাগ করলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:১৮ এএম, ২৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পদত্যাগ করলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার।

সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সচিব পদত্যাগপত্রটি গ্রহণ করেন ও স্থানীয় সরকার বিভাগ চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, পাবনা-৩ আসনের জন্য চাটমোহর থেকে এখন পর্যন্ত একজনই মনোনয়ন ফরম তুলেছেন। তিনি হলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। তিনি সোমবার বিকেলে মনোনয়ন ফরম উত্তোলন ও পদত্যাগও করেন। মঙ্গলবার কাগজ হাতে পেয়েছি। মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর।

আরও পড়ুন: ঝিনাইদহ-১ আসনে নৌকা না পেয়ে স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা দুলালের

এ বিষয়ে আব্দুল হামিদ মাস্টার বলেন, ভোটারদের চাওয়ার প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এখানে বিদ্রোহী প্রার্থী বলে কিছু নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনকে সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই।

পাবনা-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। তার বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়।

আমিন ইসলাম জুয়েল/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।