বগুড়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭২
বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা একটি রাম দা, এক কেজি ১০ গ্রাম গাঁজা, ২৮ বোতল ফেনসিডিল,৩৬ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার( বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া পুলিশ সুপার মো. মোজাম্মেল হক পিপিএমের নির্দেশে জেলার সব থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।