মানিকগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস ও অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার(২৯ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ডাকাতদলকে গ্রেফতারের বিষয়টি জানান।

গ্রেফতাররা হলেন, ঢাকার ধামরাই উপজেলার ইলা মিয়ার ছেলে সেলিম ওরফে সলিম খান(৪৮), মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের নুরুল হকের ছেলে মালেক(২৬) ও আলেক হোসেন(২১), শাহাদৎ হোসেনের মেয়ে সুমা আক্তার ওরফে সুমি(২৫), ঢাকার ধামরাইয়ের চৌঠাইল গ্রামের খলিল মিয়া(৪০), সিংগাইরের চরদুর্গাপুর গ্রামের সামসুল ইসলাম(২৮), একই উপজেলার পুর্ব ভাকুম গ্রামের সুমন ফকির(২৫), কহিলাতলী গ্রামের মোক্তার হোসেন(৩৩) চর দুর্গাপুর গ্রামের সজিব মিয়া(২২) ও রাজবাড়ির গোয়ালন্দ এলাকার আইয়ুব মোল্লা(৩৪)।

সংবাদ সম্মেলনে গোলাম আজাদ খান জানান, গত ১৯ নভেম্বর সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের সৌদি প্রবাসী জুয়েল রানার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের মুখে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাতদল। এসময় বাধা দিলে প্রতিবেশী ফারুককে কুপিয়ে গুরুতর আহত করে ডাকাত সদস্যরা।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনি বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৯/১০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

ঘটনার তিন দিন পর তথ্য প্রযুক্তির সহায়তায় সেলিম মিয়া নামে একজনকে আটক করা হয়। তিনি রিমান্ডে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে বাকি আসামিদের আটক করা হয়। আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অভিযানকালে লুন্ঠিত ৫৬ ইঞ্চি একটি এলইডি টিভি, ১৪ আনা সোনা ও ২০ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, দা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বি.এম খোরশেদ/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।