মেয়েকে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন পাপন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তার মেয়ে রস্মিলা রহমান অহনা সঙ্গে ছিলেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় ভৈরব আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

jagonews24

এ বিষয়ে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর আসনে পাঁচটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে তিন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই হবে।

রাজীবুল হাসান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।